ভিয়েতনামে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় তেলের সন্ধান
- আপডেট সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের কু লং বেসিনে অবস্থিত হাই সু ভাংয়ের (এইচএসভি) একটি ‘অ্যাপ্রেইজাল কূপ’ খননে বিপুল পরিমাণ তেলের মজুতের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি মারফি অয়েল জানিয়েছে, ওই কূপে অন্তত ৪৩০ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে, যা আসিয়ান অঞ্চলে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় তেল আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।
জার্নাল অব পেট্রোলিয়াম টেকনোলজির তথ্য অনুযায়ী, ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটি থেকে প্রায় ৪০ মাইল দূরে সমুদ্রে খনন করা এই কূপের দুটি রিজার্ভারে মোট ৪২৯ ফুট নেট অয়েল পে শনাক্ত করা হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনে কূপটি থেকে দৈনিক প্রায় ৬ হাজার ব্যারেল ‘সুইট’ ক্রুড তেল উত্তোলন সম্ভব হয়েছে।
গত ৬ জানুয়ারি মারফি অয়েল এক বিবৃতিতে জানায়, কু লং বেসিনের ব্লক ১৫-২/১৭-এ অবস্থিত এইচএসভির অ্যাপ্রেইজাল কূপের দুটি রিজার্ভারেই উল্লেখযোগ্য তেলের উপস্থিতি নিশ্চিত হয়েছে। কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক হ্যাম্বলি বলেন, এই নতুন তেলক্ষেত্রের আবিষ্কার ভিয়েতনামে মারফি অয়েলের কার্যক্রমের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।
ভিয়েতনামে তেল উৎপাদনের ইতিহাস শুরু হয় ১৯৮৬ সালে, সোভিয়েত-ভিয়েতনাম যৌথ উদ্যোগের মাধ্যমে। সেই সময় বিকে-২৪ প্ল্যাটফর্মসহ কয়েকটি স্থাপনার মাধ্যমে দেশটির তেল ও গ্যাস শিল্পের ভিত্তি গড়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শিল্পায়ন ও রিফাইনারি সম্প্রসারণের চাপ এবং পুরোনো ক্ষেত্রগুলোর উৎপাদন হ্রাস পাওয়ায় দেশটির তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
২০০৫ সালে যেখানে ভিয়েতনাম দৈনিক প্রায় ৩ লাখ ৬৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করত, সেখানে গত বছর তা কমে ১ লাখ ২০ হাজার ব্যারেলেরও নিচে নেমে আসে। একসময় তেল রফতানিকারক দেশটি ২০১৭ সাল থেকে আমদানিনির্ভর হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, কু লং বেসিনে নতুন এই বৃহৎ তেল আবিষ্কার এবং চলতি বছরে যুক্ত হতে যাওয়া আরও দুটি কূপ ভিয়েতনামের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। পেট্রোভিয়েতনাম (৩৫ শতাংশ) ও এসকে আর্থনের (২৫ শতাংশ) সঙ্গে অংশীদারিত্বে এইচএসভি অ্যাপ্রেইজাল কূপ খনন প্রকল্পে কাজ করছে, যার মাধ্যমে দেশটি আবারও তেলসম্পদে স্বনির্ভরতার পথে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।




















