ধর্ম ব্যবহার করে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন: সেলিমা রহমান
- আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার ঘটনা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা স্পষ্টতই নির্বাচনী বিধি ভঙ্গ করছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির ৬০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
সেলিমা রহমান বলেন, “আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই যারা অভিযোগ করছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তাদের বক্তব্য সঠিক নয়। বিএনপি দেশের মানুষের পক্ষে দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করেছে বলেই জনগণ আজ বিএনপির ওপর আস্থা রাখছে।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। দেশের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান সারাদেশে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।



















