জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নীলফামারীতে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা
- আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত নীলফামারী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক বিভাগে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত হয়েছে ফাবিহা মাহ্জাবিন রোজা। একই সঙ্গে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফাবিহা মাহ্জাবিন রোজা জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে জলঢাকা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে।
এর আগে, গত ১০ জানুয়ারি জলঢাকা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় রোজা কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করে এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়।
জানা গেছে, ফাবিহা মাহ্জাবিন রোজা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেকেয়া আখতারের কন্যা। ছোটবেলা থেকেই সে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিগত বছরগুলোতেও উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এই মেধাবী শিক্ষার্থী।
মেয়ের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন তার বাবা-মা, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা। জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, “রোজা অত্যন্ত সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। আশা করি ভবিষ্যতেও সে তার মেধা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।”



















