বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ে আলোচনায় আয়েশা তাব্বাসুম
- আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
ছোট পর্দার অভিনয়ে নিয়মিত হলেও সম্প্রতি রাজনৈতিক বিজ্ঞাপনের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী আয়েশা তাব্বাসুম। বিএনপির একটি নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের নজর কাড়েন। বিজ্ঞাপনটিতে তিনি একজন রিকশাচালকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন—যার কোনো রাজনৈতিক বা সামাজিক রেফারেন্স নেই, তবুও ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পেয়ে যায়। বিজ্ঞাপনের একপর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশের কর্মসংস্থান ও রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন।
এই বিজ্ঞাপনে অভিনয় প্রসঙ্গে আয়েশা তাব্বাসুম বলেন, “আমরা তরুণরা আগামীর বাংলাদেশকে যেভাবে কল্পনা করি, ঠিক সেই ভাবনাটাই এই বিজ্ঞাপনে উঠে এসেছে। আগামীর বাংলাদেশে ঘুষ দিতে হবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে। আমি এমন একজন চাকরিপ্রার্থীর চরিত্রে অভিনয় করেছি। কাজটি করতে পেরে ভালো লেগেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিজ্ঞাপনটির বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করছেন। একই সঙ্গে আয়েশা তাব্বাসুমের অভিনয় নিয়েও প্রশংসা করছেন নেটিজেনরা।
অভিনয়ের ক্ষেত্রে আয়েশা তাব্বাসুমের যাত্রা তুলনামূলক নতুন। মাত্র দুই বছরের ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে পাঁচটি একক নাটক এবং একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে একটি নাটক সম্প্রচারিত হয়েছে। পার্থ শেখের সঙ্গে অভিনীত ‘ভালোবাসার প্রত্যাবর্তন’ নামের নাটকটি দর্শকদের নজর কাড়ে। রাকেশ বসুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল হারুন। এ ছাড়া তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।
আয়েশার পারিবারিক বাড়ি যশোরে। তবে তার অভিনয় পেশা নিয়ে শুরু থেকেই পরিবারে দ্বিধা ছিল। আয়েশা বলেন, “বাবা-মা মনে করেন মিডিয়া ভালো জায়গা নয়। কিন্তু অভিনয় আমার আগ্রহের জায়গা, আমার পছন্দের জায়গা। আমি চেষ্টা করি ভালো কাজ করার। ভালো কাজের মাধ্যমে পরিবারকে বোঝাতে চাই যে আমি মিডিয়াতে এসেছি সম্মানজনক ও ইতিবাচক কাজ করার জন্য। আমার বিশ্বাস, একসময় আমি তাদের বোঝাতে পারব।”
নতুন প্রজন্মের একজন অভিনেত্রী হিসেবে আয়েশা তাব্বাসুম মনে করছেন, দায়িত্বশীল ও অর্থবহ কাজের মধ্য দিয়েই নিজের জায়গা তৈরি করতে চান তিনি।



















