কালিগঞ্জে ডিসি আফরোজা আক্তারের হুঁশিয়ারি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না
- আপডেট সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে প্রার্থী, সুশীল সমাজ, সাংবাদিক ,রাজনৈতিক ব্যক্তি বর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সবকিছুই করবে। এজন্য কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য পুলিশ, বিজিবি, আর্মি সম্মিলিত ভাবে কাজ করবে। বিশেষ করে সীমান্ত এলাকা কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে জনগণের সহায়তা চান এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহযোগিতা চান। তিনি বলেন ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নূতন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা যেন কোনভাবেই বিনষ্ট না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জেলা প্রশাসক আফরোজা আক্তার আরো বলেন গণভোট ও নির্বাচনী প্রচারণা নির্বিঘ্নে করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন ,আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন নাহিদুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুল ইসলাম খান, থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন তাদের বক্তব্যে বলেন আমরা কারো তদবিরে কাজ করি না ,ভবিষ্যতেও করবো না। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা বলায় গড়ে তোলা হবে। রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবে তবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দর হতে বাধ্য। মানুষ আর পুরনো ধারায় ফিরতে চায় না। নির্বাচনী আচরণবিধি ও আইনের বাইরে কোন কাজ হবে না। এ সময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার এবং বাম গণতান্ত্রিক দলের রুবেল হোসেন, জামায়াতের আমির প্রফেসর আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি প্রফেসর আব্দুর রউফ, জেলা বিএনপি সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক নেতা সাইফুল বারী সফু, সুকুমার দাস বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, রেজওয়ান ফেরদৌস রনি, আরাফাত হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, প্রমূখ। এর আগে বেলা ১১ টায় নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে আলাদাভাবে ঘন্টা ব্যাপী জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আইন শৃঙ্খলা ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



















