গাজীপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: অননুমোদিত মানচিহ্ন ব্যবহারে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গাজীপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অননুমোদিতভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রয় ও বিতরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোট একটি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে কসমো কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ভাওয়াল রাজবাড়ী, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানটি সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স হালনাগাদ করায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে, এইচটি কর্পোরেশন, ভাওয়াল রাজবাড়ী, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ব্যতীত বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে
৪৫২ কার্টুন মশার কয়েল,
৪ কার্টুন মোড়কবিহীন মশার কয়েল এবং
২০ হাজার ২৫৪ পিস মশার কয়েলের খালি কার্টুন
জব্দ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব প্রভাকর রায়, সহকারী কমিশনার, গাজীপুর জেলা প্রশাসন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী, ইন্সপেক্টর (মেট্রোলজি) এবং প্রকৌশলী চিন্ময় মণ্ডল শিশির, ইন্সপেক্টর (মেট্রোলজি)।

জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ও বিপণন রোধে বিএসটিআই, গাজীপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



















