ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: অননুমোদিত মানচিহ্ন ব্যবহারে ৩০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে ডিসি আফরোজা আক্তারের হুঁশিয়ারি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না তরুণদের নিজস্ব রাজনৈতিক দল ব্যালটে, কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ে আলোচনায় আয়েশা তাব্বাসুম ধর্ম ব্যবহার করে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন: সেলিমা রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব: নাহিদ ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নীলফামারীতে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি ও তিনটি বাড়ি জব্দের আদেশ আদালতের প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক ঋণ চালুর উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহর বাংলাদেশপন্থী বামধারার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করবে

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজায় সম্পন্ন, টাঙ্গাইলে দাফন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তাঁর শেষ বিদায়ে টাঙ্গাইলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ শরিক হন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও জানাজায় উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তাঁর ভূমিকা রাজনৈতিক মহলে প্রশংসিত ছিল।

জানাজার আগে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও আপসহীন রাজনীতিবিদকে হারাল বলে মন্তব্য করেন তাঁরা।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজায় সম্পন্ন, টাঙ্গাইলে দাফন

আপডেট সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তাঁর শেষ বিদায়ে টাঙ্গাইলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ শরিক হন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও জানাজায় উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তাঁর ভূমিকা রাজনৈতিক মহলে প্রশংসিত ছিল।

জানাজার আগে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও আপসহীন রাজনীতিবিদকে হারাল বলে মন্তব্য করেন তাঁরা।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।