ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরেবাংলা নগরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা, স্বর্ণালংকার ও নগদ লুট গাজীপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: অননুমোদিত মানচিহ্ন ব্যবহারে ৩০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে ডিসি আফরোজা আক্তারের হুঁশিয়ারি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না তরুণদের নিজস্ব রাজনৈতিক দল ব্যালটে, কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ে আলোচনায় আয়েশা তাব্বাসুম ধর্ম ব্যবহার করে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন: সেলিমা রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব: নাহিদ ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নীলফামারীতে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি ও তিনটি বাড়ি জব্দের আদেশ আদালতের প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক ঋণ চালুর উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহর

বাংলাদেশপন্থী বামধারার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করবে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশপন্থী বামধারার’ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। প্ল্যাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতা সহ অন্যান্য প্রগতিশীল ব্যক্তিত্ব। উদ্যোক্তারা জানিয়েছেন, নাম নিয়ে এখনো আলোচনা চলছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ এবং ‘পিপলস অ্যাকশন’।

প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানিয়েছেন, “এনসিপি থেকে বের হয়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়নি, বরং বহু আগে থেকেই এই উদ্যোগের আলোচনা চলছিল। তবে এনসিপির সাবেক নেতা অনিক রায় ও তুহিন খান এই উদ্যোগে থাকবেন। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাত এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।”

মীর হুযাইফা আল মামদূহ বলেন, “এখনই এটি সরাসরি রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করছে। প্রথমে পলিসি ডায়ালগ, নাগরিক সংগঠন গঠন, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ এবং তৃণমূল সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে।”

অভিযোগ ও বক্তব্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি মূলত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য তৈরি হচ্ছে এবং দেশের বামধারার রাজনৈতিক শক্তিকে একত্রিত করার লক্ষ্য রাখছে। নতুন উদ্যোগটি জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশপন্থী বামধারার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করবে

আপডেট সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশপন্থী বামধারার’ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। প্ল্যাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতা সহ অন্যান্য প্রগতিশীল ব্যক্তিত্ব। উদ্যোক্তারা জানিয়েছেন, নাম নিয়ে এখনো আলোচনা চলছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ এবং ‘পিপলস অ্যাকশন’।

প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানিয়েছেন, “এনসিপি থেকে বের হয়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়নি, বরং বহু আগে থেকেই এই উদ্যোগের আলোচনা চলছিল। তবে এনসিপির সাবেক নেতা অনিক রায় ও তুহিন খান এই উদ্যোগে থাকবেন। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাত এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।”

মীর হুযাইফা আল মামদূহ বলেন, “এখনই এটি সরাসরি রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করছে। প্রথমে পলিসি ডায়ালগ, নাগরিক সংগঠন গঠন, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ এবং তৃণমূল সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে।”

অভিযোগ ও বক্তব্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি মূলত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য তৈরি হচ্ছে এবং দেশের বামধারার রাজনৈতিক শক্তিকে একত্রিত করার লক্ষ্য রাখছে। নতুন উদ্যোগটি জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করছে।