বাংলাদেশপন্থী বামধারার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করবে
- আপডেট সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশপন্থী বামধারার’ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। প্ল্যাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতা সহ অন্যান্য প্রগতিশীল ব্যক্তিত্ব। উদ্যোক্তারা জানিয়েছেন, নাম নিয়ে এখনো আলোচনা চলছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ এবং ‘পিপলস অ্যাকশন’।
প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানিয়েছেন, “এনসিপি থেকে বের হয়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়নি, বরং বহু আগে থেকেই এই উদ্যোগের আলোচনা চলছিল। তবে এনসিপির সাবেক নেতা অনিক রায় ও তুহিন খান এই উদ্যোগে থাকবেন। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাত এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।”
মীর হুযাইফা আল মামদূহ বলেন, “এখনই এটি সরাসরি রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করছে। প্রথমে পলিসি ডায়ালগ, নাগরিক সংগঠন গঠন, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ এবং তৃণমূল সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে।”
অভিযোগ ও বক্তব্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি মূলত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য তৈরি হচ্ছে এবং দেশের বামধারার রাজনৈতিক শক্তিকে একত্রিত করার লক্ষ্য রাখছে। নতুন উদ্যোগটি জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করছে।




















