ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড দেবে সরকার, উদ্বোধন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ অনুমোদন দিলো সংশোধিত আরএডিপি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে রায়পুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার ডিএসইতে লেনদেন মিশ্র: সূচক সামান্য ওঠানামা করছে ঢাবিতে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮–২২ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে দেশের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক নানা বিষয় জড়িত এবং এটি শুধু একটি খেলাধুলার ইস্যু নয়, বরং দেশের সম্মান ও মর্যাদার সঙ্গেও সম্পর্কিত।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল জানান, তিনি নিজেও একসময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন বলে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকেই অপমান করা হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন হলো— আমরা কি ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে একমত হতে পারি?”

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

নিজ দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল। এ দেশে যেসব ভালো অর্জন হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলেই হয়েছে।”

আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে দেশের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক নানা বিষয় জড়িত এবং এটি শুধু একটি খেলাধুলার ইস্যু নয়, বরং দেশের সম্মান ও মর্যাদার সঙ্গেও সম্পর্কিত।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল জানান, তিনি নিজেও একসময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন বলে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকেই অপমান করা হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন হলো— আমরা কি ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে একমত হতে পারি?”

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

নিজ দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল। এ দেশে যেসব ভালো অর্জন হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলেই হয়েছে।”

আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।