পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’
- আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। গত ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা থেকেই তার মেয়ের এমন নামকরণ করা হয়েছে। তিনি জানান, কন্যাসন্তানের জন্মের দিন চারদিকে শোকের আবহ বিরাজ করছিল, যা তাদের মানসিকভাবে গভীরভাবে নাড়া দেয়। সেই অনুভূতির প্রতিফলন হিসেবেই মেয়েটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। আল্লাহ বাঁচিয়ে রাখলে মেয়েকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি।
নবজাতকের মা মারিয়ম বলেন, এই নামকরণের পেছনে রাজনৈতিক বিবেচনার পাশাপাশি পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা চান, তাদের মেয়ে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সঙ্গে বড় হয়ে উঠুক।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এটি যদিও একটি পরিবারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতি সাধারণ মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। একজন সমর্থকের এমন আবেগঘন সিদ্ধান্ত রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই প্রকাশ।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে এবং তারা সুস্থ আছেন।



















