ভারতের সংবিধান ও হিজাব: রাজনৈতিক তর্কের নতুন অধ্যায়
- আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নতুন দিল্লি — ইন্ডিয়ার মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি সম্প্রতি বলেন, “হিজাব পরা কোনো নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন। ভারতের সংবিধান তার এ অধিকার দেয়।” এই মন্তব্য তিনি রাজ্যটির সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনি প্রচারের সময় করেছেন। ওয়েইসি বলেন, “বিজেপি যে হিজাবকে ঘৃণা করে, সেই হিজাব পরা নারীই একদিন প্রধানমন্ত্রী হবেন।”
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারতের সংবিধান অনুযায়ী যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত চরিত্র নিশ্চিত করতে পদটি সবসময় একজন হিন্দুর দখলে থাকবে।”
এদিকে বিজেপির এক মুখপাত্রও ওয়েইসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “এআইএমআইএমে আগে হিজাব পরা কোনো নারীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক, তারপর এমন স্বপ্ন দেখানো উচিত।”
এই মন্তব্যগুলোর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘু ও হিজাব পরা নারীদের রাজনৈতিক ক্ষমতা ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে।

























