ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসির আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সাতক্ষীরা-৩ আসনের ডা. শহিদুল আলম ইউএই প্রেসিডেন্ট ক্ষমা করলেন ২৫ বাংলাদেশিকে, সবাই দেশে ফেরত এনসিপি’র প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ জরুরি নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা পাকিস্তানে খেলতে চায় বাংলাদেশ: বিসিবি ভারতের সংবিধান ও হিজাব: রাজনৈতিক তর্কের নতুন অধ্যায় জনগণের শক্তিতেই নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি: রুমিন ফারহানা রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সরকারের সভা ১৯ জানুয়ারি বিটিসিএল বাড়াল ইন্টারনেট গতি, মাসিক খরচ অপরিবর্তিত সৌদি, ওমান ও কাতারগামী প্রবাসীদের জন্য নতুন ভিসা যাচাই সেবা ‘আমি প্রবাসী’ অ্যাপে

বিটিসিএল বাড়াল ইন্টারনেট গতি, মাসিক খরচ অপরিবর্তিত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঘোষণা করেছে, সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানো হবে। একই সঙ্গে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য আসবে।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

একইভাবে, ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজটি ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজটি ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

উচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজটি ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজটি ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজটি ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন, তা নিজের খরচ বাড়ানো ছাড়াই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিটিসিএল বাড়াল ইন্টারনেট গতি, মাসিক খরচ অপরিবর্তিত

আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঘোষণা করেছে, সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানো হবে। একই সঙ্গে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য আসবে।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

একইভাবে, ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজটি ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজটি ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

উচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজটি ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজটি ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজটি ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন, তা নিজের খরচ বাড়ানো ছাড়াই।