বিটিসিএল বাড়াল ইন্টারনেট গতি, মাসিক খরচ অপরিবর্তিত
- আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঘোষণা করেছে, সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানো হবে। একই সঙ্গে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য আসবে।
নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।
একইভাবে, ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজটি ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজটি ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।
উচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজটি ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজটি ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজটি ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন, তা নিজের খরচ বাড়ানো ছাড়াই।



















