ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাইয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নে কোনো ধরনের আইনগত বা প্রক্রিয়াগত ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই তালিকায় তিনি নিজেই ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হন।
এরই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে এ আসনে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।



















