রায়পুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে
- আপডেট সময় : ০২:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে আদালত কারাগারে পাঠিয়েছে। রোববার (১১ জানুয়ারি) নারী ও শিশু আদালতের বিচারক সাদেকুর রহমান অভিযুক্তকে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুর রহিম (৪০) উপজেলার চরমোহনা ইউপির চরমোহড়া গ্রামের মৃত সেকান্তর বেপারীর ছেলে। তিনি রায়পুর ইউপির বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক এবং ১নং ওয়ার্ডের জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।
ঘটনার সূত্রপাত ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক আবদুর রহিম তার বাসায় প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়। ঘটনার রাতে তার মা রায়পুর থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা মো. মাহির জানান, প্রধান শিক্ষক পূর্বেও তার প্রাইভেট প্রতিষ্ঠানে ছাত্রীদের যৌন হয়রানি করতেন। এ ঘটনায় প্রমাণ হিসেবে মোবাইল ফোনেও কিছু তথ্য রয়েছে।
অভিযুক্ত আবদুর রহিম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ রয়েছে, আমি ষড়যন্ত্রের শিকার।” তার স্ত্রীও দাবি করেছেন, “আমার স্বামী কখনও এমন আচরণ করেননি।”
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, ঘটনার পর রাতেই মামলাটি দায়ের করা হয় এবং চার্জশিটও দেওয়া হয়েছে।



















