ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরেবাংলা নগরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা, স্বর্ণালংকার ও নগদ লুট গাজীপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: অননুমোদিত মানচিহ্ন ব্যবহারে ৩০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে ডিসি আফরোজা আক্তারের হুঁশিয়ারি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না তরুণদের নিজস্ব রাজনৈতিক দল ব্যালটে, কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ে আলোচনায় আয়েশা তাব্বাসুম ধর্ম ব্যবহার করে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন: সেলিমা রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব: নাহিদ ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নীলফামারীতে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি ও তিনটি বাড়ি জব্দের আদেশ আদালতের প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক ঋণ চালুর উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহর

রাঙ্গুনিয়ায় ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন, বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।
  • আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক ও নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ রাজানগর স্থানীয় ২ ও ৩ নং ওয়ার্ডের ইছামতী নদীর তীরবর্তী শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়া পাড়া ও গুলবাগিচা গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন করে আসছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সিন্ডিকেট। আগস্টের পটপরিবর্তনের পর ইজারার হাতবদল হয়ে বালুর ইজারা নেন পৌরসভা  বিএনপির প্রভাবশালী নেতা। উক্ত প্রভাবশালী মহলটি যেই জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের পরিকল্পনা করছেন। এরতীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন স্থানীয়রা।
মানববন্ধন বক্তারা আরও বলেন, পূর্বের  ‘প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙে গেছে, গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। শিগগিরই সরেজমিন তদন্ত করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তব্য দেন স্থানীয় মহিলা ইউপি সদস্য রুবি আক্তার, এলাকায় প্রবীণ ব্যাক্তি ওয়াকিল আহমদ, লোকমান সওদাগর, সৈয়দুর রহমান, ডা. কাজল, ফরহাদ, মুহাম্মদ মোজাম্মেল, সাজ্জাদ, জামাল, জসিম, জামশেদ, জমির, নয়ন, রাসেল নাথ, রাজু, ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও এলাকার সড়ক ও বসতবাড়ি নদী ভাঙন কবল থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, নদী থেকে ‘অবৈধভাবে বালু তোলা বন্ধ করা হয়েছে। আজ দক্ষিণ রাজানগর থেকে বালু উত্তোলন বন্ধে একটি লিখিত আবেদন পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গুনিয়ায় ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন, বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক ও নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ রাজানগর স্থানীয় ২ ও ৩ নং ওয়ার্ডের ইছামতী নদীর তীরবর্তী শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়া পাড়া ও গুলবাগিচা গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন করে আসছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সিন্ডিকেট। আগস্টের পটপরিবর্তনের পর ইজারার হাতবদল হয়ে বালুর ইজারা নেন পৌরসভা  বিএনপির প্রভাবশালী নেতা। উক্ত প্রভাবশালী মহলটি যেই জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের পরিকল্পনা করছেন। এরতীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন স্থানীয়রা।
মানববন্ধন বক্তারা আরও বলেন, পূর্বের  ‘প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙে গেছে, গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। শিগগিরই সরেজমিন তদন্ত করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তব্য দেন স্থানীয় মহিলা ইউপি সদস্য রুবি আক্তার, এলাকায় প্রবীণ ব্যাক্তি ওয়াকিল আহমদ, লোকমান সওদাগর, সৈয়দুর রহমান, ডা. কাজল, ফরহাদ, মুহাম্মদ মোজাম্মেল, সাজ্জাদ, জামাল, জসিম, জামশেদ, জমির, নয়ন, রাসেল নাথ, রাজু, ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও এলাকার সড়ক ও বসতবাড়ি নদী ভাঙন কবল থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, নদী থেকে ‘অবৈধভাবে বালু তোলা বন্ধ করা হয়েছে। আজ দক্ষিণ রাজানগর থেকে বালু উত্তোলন বন্ধে একটি লিখিত আবেদন পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।