বাস্তবতায় গাজীপুর জেলা পরিষদের সিইও অপকর্ম উঠে আসায় নেত্রকোনা বদলি
- আপডেট সময় : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সমালোচনার প্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক আদেশে তাকে গাজীপুর থেকে সরিয়ে নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিবর্তিত দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ১৬ নভেম্বর বিপিসি লিমিটেড-এর জনপ্রিয় ক্রাইম অনুসন্ধানমূলক অনুষ্ঠান “বাস্তবতা”-তে তার আচরণ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। অনুষ্ঠানের রিপোর্টে অভিযোগ উঠেছিল— দপ্তরের দায়িত্বে থাকা এক দারোয়ানকে দিয়ে তিনি নিজের শরীরে ম্যাসেজ করাচ্ছেন এবং এমন কর্মকাণ্ড তার সরকারি দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
রিপোর্টটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগ তদন্ত শুরু করে এবং প্রাথমিক পর্যায়ে বদলি ও স্ট্যান্ড রিলিজ সিদ্ধান্ত গ্রহণ করে।

























