আচরণবিধি লঙ্ঘন: ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা
- আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযোগের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করে।
স্থানীয়দের অভিযোগ, গোলাম মসীহের নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক শ নারীকে ‘তালিম’ কর্মসূচির নামে ডেকে এনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এ সংক্রান্ত তথ্য পেয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান চালায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করেন, তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, “কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে—সে বিষয়ে আমি অবগত নই।”
তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”




















