চাঞ্চল্যকর সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করায় পুরস্কৃত করেন!
- আপডেট সময় : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি মো. জয়:
গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ে চিহ্নিত করে গ্রেফতার করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিটকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন জিএমপি’র সম্মানিত কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যায়) জিএমপি সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের সদস্য, বাসন থানার অভিযানিক দল এবং লাইসেন্সিং ও ইন্টেলিজেন্স সেল (এলআইসি)-এর সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। হত্যাকাণ্ডের পর থেকেই এসব ইউনিট সমন্বিতভাবে মাঠে নেমে টানা অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে প্রধান আসামিসহ জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়।
এ সময় কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, সাংবাদিক তুহিন হত্যা মামলা ছিল অত্যন্ত স্পর্শকাতর ও জনমনে আলোচিত একটি ঘটনা। পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সাথে তদন্ত ও অভিযান পরিচালনা করে প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে যেকোনো বড় অপরাধ দ্রুত সমাধান করতে সক্ষম। তিনি আরও বলেন, এই পুরস্কার শুধু সম্মান নয়, বরং ভবিষ্যতে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, তুহিন হত্যার মতো ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া গণমানুষের আস্থা বৃদ্ধি করে এবং অপরাধীদের জন্য বার্তা দেয়—কেউই আইনের ঊর্ধ্বে নয়।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সম্প্রতি (ঘটনার তারিখ উল্লেখযোগ্য) রাতে বাসার কাছ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং পরে মরদেহ উদ্ধার হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়। পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই এ মামলার মূল রহস্য উন্মোচিত হয় এবং আসামিদের গ্রেফতার সম্ভব হয়।
আমি চাইলে এটাকে আরও বেশি রিপোর্টার-স্টাইল নিউজ বানিয়ে হেডলাইন, সাবহেডলাইনসহ সাজিয়ে দিতে পারি।




















