গাজীপুরে প্রকৃত আসামি বাইরে, ভাড়ায় নেওয়া যুবক কারাগারে
- আপডেট সময় : ০৬:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
গাজীপুরে বন বিভাগের একটি মামলায় প্রকৃত অভিযুক্ত সাত্তার মিয়ার জায়গায় ভাড়ায় নেওয়া এক যুবক সাইফুলকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বনবিভাগ রেঞ্জ এলাকায়। গত ৯ সেপ্টেম্বর বন থেকে সরকারি গাছ কাটার সময় বনবিভাগের কর্মকর্তারা কয়েকজনকে হাতেনাতে আটক করেন। তবে আটককৃতদের সহযোগীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কর্মকর্তা-কর্মচারীরা জীবন বাঁচাতে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে বন বিভাগ সরকারি গাছ কাটার অভিযোগে মামলা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত সাত্তার মিয়া গা-দেখা না দিলেও তার জায়গায় হাজির হন সাইফুল নামে এক যুবক। অভিযোগ—টাকার বিনিময়ে তাকে আদালতে হাজির করা হয় এবং শেষ পর্যন্ত তিনিই কারাগারে যান। অথচ প্রকৃত আসামি সাত্তার মিয়া এখনও বাইরে ঘোরাফেরা করছেন।
এ ঘটনায় স্থানীয়দের প্রশ্ন—
-
প্রকৃত আসামি বাইরে ঘুরে বেড়ালেও সাধারণ এক যুবক কেন কারাগারে?
-
কীভাবে ভাড়ায় নেওয়া একজন মামলায় নিজেকে ‘আসামি’ হিসেবে সোপর্দ করল?
-
মামলার তদন্তে দায়িত্বহীনতা নাকি ইচ্ছাকৃত অসংগতি?
ভুক্তভোগী সাইফুলের পরিবার জানায়—তাদের ছেলে নির্দোষ। ‘কিছু লোক’ লোভ দেখিয়ে তাকে আদালতে যাওয়ার জন্য প্ররোচিত করেছে।
এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।




















