ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড দেবে সরকার, উদ্বোধন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ অনুমোদন দিলো সংশোধিত আরএডিপি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে রায়পুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার ডিএসইতে লেনদেন মিশ্র: সূচক সামান্য ওঠানামা করছে ঢাবিতে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮–২২ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের’ অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’-এর বিরুদ্ধে মামলা হয়েছে। পোর্টালের ফেইসবুক পেইজের ‘অ্যাডমিন’সহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয় মামলায়।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন জশিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। বিচারক বাদীর জবানবন্দি শুনে ডিবি পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তপশিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।

আরও বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা কালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। ইতোমধ্যে যেই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে।

সেই মুহূর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহেযাগিরা ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয় হওয়ার সম্ভাবনাময় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩ ২৫ মিনিটের দিকে ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামক অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে।

যা সম্পূর্ণ মিথ্যা। শুধু বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনী বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত করা হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।

১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের’ অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’-এর বিরুদ্ধে মামলা হয়েছে। পোর্টালের ফেইসবুক পেইজের ‘অ্যাডমিন’সহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয় মামলায়।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন জশিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। বিচারক বাদীর জবানবন্দি শুনে ডিবি পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তপশিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।

আরও বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা কালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। ইতোমধ্যে যেই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে।

সেই মুহূর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহেযাগিরা ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয় হওয়ার সম্ভাবনাময় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩ ২৫ মিনিটের দিকে ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামক অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে।

যা সম্পূর্ণ মিথ্যা। শুধু বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনী বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত করা হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।

১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করলেন।