গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
- আপডেট সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
বিপিসি ডেস্ক: আজ ৫ আগস্ট। ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। দিনটি ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এরই মধ্যে শেষ হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি। এ ছাড়া অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানিক মিয়া অ্যাভিনিউতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এলাকাটিতে উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে গোয়েন্দা নজরদারি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যা ব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন থাকবে।
অনুষ্ঠানস্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।




















