ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড দেবে সরকার, উদ্বোধন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ অনুমোদন দিলো সংশোধিত আরএডিপি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে রায়পুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার ডিএসইতে লেনদেন মিশ্র: সূচক সামান্য ওঠানামা করছে ঢাবিতে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮–২২ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যায় উসকানি ও সহযোগিতার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশনের বক্তব্য শোনা হবে। এরপর আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ আদালতে লড়াই করছেন। অন্যদিকে প্রধান আসামিদের একজন সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে। তার পক্ষে আইনি সহায়তার জন্য গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেন এবং একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ ডিসেম্বর হাজির হওয়ার কথা থাকলেও জয় আদালতে উপস্থিত হননি। পরে তার অনুপস্থিতিতে বিচার চালানোর স্বার্থে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে জয়কে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়। ওই দিনই প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক মহলের কাছ থেকে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করা হয়। এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থান করে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেই পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যায় উসকানি ও সহযোগিতার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশনের বক্তব্য শোনা হবে। এরপর আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ আদালতে লড়াই করছেন। অন্যদিকে প্রধান আসামিদের একজন সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে। তার পক্ষে আইনি সহায়তার জন্য গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেন এবং একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ ডিসেম্বর হাজির হওয়ার কথা থাকলেও জয় আদালতে উপস্থিত হননি। পরে তার অনুপস্থিতিতে বিচার চালানোর স্বার্থে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে জয়কে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়। ওই দিনই প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক মহলের কাছ থেকে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করা হয়। এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থান করে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেই পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখেন।