নাটোরে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নাটোরের সদর উপজেলায় আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার পণ্ডিতগ্রাম এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল রানা ওই এলাকার সোনা মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে জুয়েল রানা বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরদিন বুধবার ভোরে স্থানীয় কয়েকজন মানুষ পণ্ডিতগ্রাম এলাকার একটি আমবাগানে আমগাছের ডালে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জুয়েলের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















