দিনাজপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার: ছিনতাইয়ের অভিযোগে হত্যা সন্দেহ
- আপডেট সময় : ০৭:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খয়রাত আলী (৪৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত খয়রাত আলী কাহারোল উপজেলার নাজিরহাট শাহিনার পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে (৭ জানুয়ারি) কাহারোল উপজেলার কান্তনগর মোড় থেকে চার ব্যক্তি খয়রাত আলীকে সুন্দরবন গ্রামে যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া করে। আজ সকালে স্থানীয়রা সুন্দরবন গ্রামের একটি পুকুরে ভ্যানচালকের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশি সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পেছনে অর্থলোভ ও ছিনতাই প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং আরও তদন্ত অব্যাহত রয়েছে।




















