জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক
- আপডেট সময় : ০৫:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজ সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে আসা অবস্থায় আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে তাঁকে ধাওয়া করে আটক করা হয় এবং পরে প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জানা গেছে, ওইধরনের প্রক্সি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন মো. জিসান, যিনি ঢাবির উর্দু বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। তিনি আসলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার অধিকারী ছিলেন না; প্রক্সি হিসেবে অন্য একজনের হয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আসা দেখা যায়।
জাবির প্রক্টরিয়াল বডি ঘটনাস্থল থেকে প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থী ছাড়াও প্রক্সির অভিযোগে প্রকৃত পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকেও আটক করেছে এবং তদন্ত চলছে।




















