গণভোটে ‘না’ ভোটের আহ্বান কৃষক দল নেতা জুয়েল আরমানের
- আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধানে থাকা ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’—এই বিষয়টি পরাজিত হবে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল আরমান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।
বক্তব্যের শুরুতে জুয়েল আরমান মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখ একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে যদি ‘না’ ভোট জয়ী হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নাম’ বহাল থাকবে এবং তা জয়যুক্ত হবে।
তিনি আরও বলেন, “অন্যদিকে যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তাহলে সংবিধানে থাকা ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’—এই বিষয়টি পরাজিত হবে। তাই ফতুল্লা চার আসনের ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বিষয়টি লক্ষ্য করুন এবং ‘না’ ভোটে ভোট দিন।”
ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ওলামা দলের সভাপতি জিলানী ফকির, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















