রাষ্ট্রীয় শোকেও সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বহাল
- আপডেট সময় : ০৫:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় শোকের কারণে এ পরীক্ষা পেছানো হচ্ছে—এমন গুজবের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, রাষ্ট্রীয় শোক চললেও এ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এ শোক পালন করা হবে। এর মধ্যেই শুক্রবার, ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় রয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে ২ জানুয়ারিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ধরে নিয়েই কেন্দ্র প্রস্তুতকরণ, প্রশ্নপত্র সরবরাহসহ সব কার্যক্রম এগিয়ে চলছে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত এলে তা যথাসময়ে গণমাধ্যম ও প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয়। বিভিন্ন পেজ ও আইডি থেকে দাবি করা হয়, রাষ্ট্রীয় শোকের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব তথ্য সম্পূর্ণ অসত্য বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, কোনো নতুন নির্দেশনা না এলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।




















