সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ১০ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চৌদ্দগ্রাম আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “৬০০ সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। কম্বলগুলোর মান ভালো। আশা করছি, এতে তাদের শীত নিবারণ হবে।”
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য অফিসাররা।




















