সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর, শিশুকন্যাসহ হাসপাতালে
হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালীগঞ্জে কু-প্রস্তাব ও ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার শিশুকন্যাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে শাহাদাত গাজী (৫০) দীর্ঘদিন ধরে আকলিমা খাতুন নামে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী রাজি না হওয়ায় এবং বিষয়টি স্বামীকে জানানোয় অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
রোববার সকালে আকলিমা পাশের ক্ষেতে ছাগল বাঁধতে গেলে শাহাদাত আবারও কু-প্রস্তাব দেয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে। এ সময় বাধা দিলে তিনি আকলিমাকে বেধড়ক মারধর করেন ও কাপড় ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। আকলিমার ডাকচিৎকারে তার শিশু কন্যা জান্নাতুল ছুটে এলে তাকেও মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে সকাল ১০টার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগীর স্বামী জামাল উদ্দিন, ভগ্নিপতি রেজাউল ইসলাম ও ভাবি নুরজাহান জানান—এ ঘটনা পূর্ব-পরিকল্পিত এবং দীর্ঘদিনের হয়রানিরই বহিঃপ্রকাশ।
এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তারা ঘটনাটি জেনেছেন এবং ভুক্তভোগী পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















