ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড দেবে সরকার, উদ্বোধন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ অনুমোদন দিলো সংশোধিত আরএডিপি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে রায়পুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার ডিএসইতে লেনদেন মিশ্র: সূচক সামান্য ওঠানামা করছে ঢাবিতে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮–২২ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল

চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন এই মানুষটি তার বিচক্ষণতা ও পেশাদারিত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। বিভিন্ন সময়ে সরকারিভাবে চলচ্চিত্র সেন্সর (বর্তমান সার্টিফিকেশন বোর্ড) ও জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তার নিরপেক্ষতা ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলচ্চিত্র শিল্পের নানা স্তরে তার সক্রিয় উপস্থিতি তাকে এ অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ সংগঠকে পরিণত করেছিল।

তার চলচ্চিত্রজীবনের শুরু চিত্রগ্রাহক হিসেবে। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ ছবিতে তিনি প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে কাজ করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে এককভাবে চিত্রগ্রাহক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনায় ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেন তিনি।

পরবর্তীতে ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আব্দুল লতিফ বাচ্চু। পরিচালনায় তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’ (বাচসাস পুরস্কারপ্রাপ্ত), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। দীর্ঘ কর্মজীবনে তিনি বাচসাস পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারেও ভূষিত হন।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন এই মানুষটি তার বিচক্ষণতা ও পেশাদারিত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। বিভিন্ন সময়ে সরকারিভাবে চলচ্চিত্র সেন্সর (বর্তমান সার্টিফিকেশন বোর্ড) ও জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তার নিরপেক্ষতা ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলচ্চিত্র শিল্পের নানা স্তরে তার সক্রিয় উপস্থিতি তাকে এ অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ সংগঠকে পরিণত করেছিল।

তার চলচ্চিত্রজীবনের শুরু চিত্রগ্রাহক হিসেবে। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ ছবিতে তিনি প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে কাজ করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে এককভাবে চিত্রগ্রাহক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনায় ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেন তিনি।

পরবর্তীতে ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আব্দুল লতিফ বাচ্চু। পরিচালনায় তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’ (বাচসাস পুরস্কারপ্রাপ্ত), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। দীর্ঘ কর্মজীবনে তিনি বাচসাস পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারেও ভূষিত হন।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।