তারেক রহমানের সঙ্গে আজ গণঅধিকার পরিষদের নুর ও হাসান আল মামুনের বৈঠক
- আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠক করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন। বুধবার (৭ জানুয়ারি) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এক বার্তায় তিনি জানান, আজ দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে গণঅধিকার পরিষদ–জিওপির শীর্ষ দুই নেতা নুরুল হক নুর ও হাসান আল মামুনের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রাম, নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বৈঠককে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের অংশ হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




















