বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকা। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। সকাল ৯টার দিকে পুলিশের রেকার ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের কেবিন থেকে চালক রাজিবকে উদ্ধার করা হয়। তাকে অবিলম্বে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে রেকার দেরিতে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্বিত হয়। ট্রাকের কেবিন কেটে চালককে বের করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক লাল মিয়া জানিয়েছেন, ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।




















