ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানি শুরু, সময়সূচি প্রকাশ
- আপডেট সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আপিল নম্বরের ভিত্তিতে পর্যায়ক্রমে শুনানি নেওয়া হচ্ছে। ১০ জানুয়ারি ০১ থেকে ৭০ নম্বর আপিল, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে প্রতিটি আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। কমিশন সূত্র জানায়, ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির শুনানির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল। গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এসব আপিল আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন।




















