ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৪:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র ঢাকা-১৭ এবং বগুড়া-৬ (সদর) আসনে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম শনিবার (৩ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন। এর আগে একই দিন সকালেই বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা যাবে ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে নির্বাচনী মাঠে বিএনপির প্রভাব আরও দৃঢ় হবে। এর পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা আগামী তফসিল অনুযায়ী প্রস্তুতি জোরদার করছেন।



















