শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা দেবে খান ডায়াগনস্টিক সেন্টার
- আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো ধরনের রোগের পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এবং খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান।
সমঝোতা চুক্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব সংগঠন হিসেবে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ক্যাম্পাসটি শহর থেকে তুলনামূলক দূরে হওয়ায় জরুরি সময়ে ময়মনসিংহ শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা পাওয়া যায় না।
এই বাস্তবতা বিবেচনায় রেখেই খান ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তিটি করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি অবস্থান করায় শিক্ষার্থীরা এখন শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে কম খরচে প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া এবং বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের বর্তমান সেক্রেটারি সাদ কবির।




















