শেরপুরে ডপসের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলেন এক হাজারের বেশি শিক্ষার্থী
- আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
শেরপুর জেলার পাঁচটি উপজেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিখিত পরীক্ষার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়। পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল গত ২ জানুয়ারি থেকে।
ডপস সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় শেরপুরের পাঁচটি উপজেলার ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা ও সুযোগ-সুবিধা পাবেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৯৩৫ জন। তাদের সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে ১৬৭ জন শিক্ষার্থী মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে।
ডপস কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান, মেধার সঠিক বিকাশ নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।




















