সৌদি, ওমান ও কাতারগামী প্রবাসীদের জন্য নতুন ভিসা যাচাই সেবা ‘আমি প্রবাসী’ অ্যাপে
- আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে যাত্রার আগে প্রবাসীরা অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করতে পারবেন। জরুরি তথ্যের জন্য ১৬৭৬৮ নম্বরে কল করেও এই সেবা গ্রহণ করা সম্ভব।
রবিবার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মালিক প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন সেবার মাধ্যমে প্রবাসীরা ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা পাবেন এবং নিরাপদ, স্বচ্ছ অভিবাসন নিশ্চিত হবে। ব্যবহারকারীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যাতে ভিসাটি বৈধ কিনা তা নিশ্চিত করা হবে।
যদি কোনো ভিসার তথ্য সার্ভারে পাওয়া না যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। বৈধ ভিসা ও সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজভাবে এই যাচাই সেবা নেওয়া যাবে।
আমি প্রবাসীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করা আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই, যাতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারেন।”



















