রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সরকারের সভা ১৯ জানুয়ারি
- আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আগেভাগেই প্রস্তুতি নিতে চায়। সে লক্ষ্যে ব্যবসায়ী, আমদানিকারক, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অন্যান্য অংশীজনদের নিয়ে এই সভা ডাকা হয়েছে।
শেখ বশিরউদ্দীন জানান, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি, এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সামগ্রিক পরিস্থিতি আরও ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।
আমদানি নীতির প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার আমদানি আইপিও (ইমপোর্ট পলিসি অর্ডার) সংক্রান্ত বড় কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এসব পরিবর্তন চূড়ান্ত হলে কেবিনেটের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ‘আমদানি নীতি আদেশ আমরা আরও উদার করার প্রচেষ্টা করছি, পাশাপাশি প্রক্রিয়াটি সহজ করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
এ ছাড়া তিনি জানান, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে। খুব দ্রুতই এসব প্রস্তাব কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করা হবে। আগামী কেবিনেটে সম্ভব না হলে পরবর্তী কেবিনেট বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে ইতিবাচক ফল আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



















