নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা পাকিস্তানে খেলতে চায় বাংলাদেশ: বিসিবি
- আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ঢাকা — আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে না গিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, যদি শ্রীলঙ্কায় আয়োজন সম্ভব না হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। পিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ইতোমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫, নারী বিশ্বকাপ বাছাইপর্বসহ বিভিন্ন বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে।
তবে পাকিস্তানে ম্যাচ আয়োজনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপের সহ-আয়োজন করবে। ভারতে কোনো ম্যাচ না হলে শ্রীলঙ্কাতেই সব ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। পাশাপাশি পাকিস্তান তাদের নিজস্ব ম্যাচও শ্রীলঙ্কায় খেলবে।
বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা মূলত মোস্তাফিজুর রহমানের আইপিএল নিলাম ঘটনার সঙ্গে যুক্ত। কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল, কিন্তু ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের কারণে বিসিসিআই নির্দেশে তাকে বাদ দিতে হয়। এই ঘটনার পর বাংলাদেশের জাতীয় দলও ভারতে নিরাপদে খেলতে পারবে কি না—এ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার বা মঙ্গলবারের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আইসিসি ইতোমধ্যেই বিসিবির চিঠি নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।



















