ইউএই প্রেসিডেন্ট ক্ষমা করলেন ২৫ বাংলাদেশিকে, সবাই দেশে ফেরত
- আপডেট সময় : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
ঢাকা — সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন। ঢাকায় ইউএই দূতাবাস রবিবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পরিচালনার কারণে দেশটির আইন লঙ্ঘন করেছিলেন। এই কারণে তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দণ্ডিতদের ক্ষমা করার জন্য ইউএই সরকারের কাছে অনুরোধ করেছিল। ক্ষমাপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
দূতাবাস জানায়, এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের পরিচায়ক। এর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করতেন দেশটির প্রেসিডেন্ট।



















