ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবিতে “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮–২২ জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দেশের মর্যাদার প্রশ্ন: মির্জা ফখরুল ইসিতে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানি চলছে দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা হত্যাকাণ্ড: সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার ইরানে বিক্ষোভে ৫ শতাধিক নিহত, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনে মতভেদ গণভোটে ‘না’ ভোটের আহ্বান কৃষক দল নেতা জুয়েল আরমানের বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড; নির্বাচনের আগে উদ্বিগ্ন বিশ্লেষকরা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা–চেষ্টা মামলা: শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের প্রায় এক দশক পর আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই

মাইলস্টোনে পাঠদান শুরু, নবম-দ্বাদশের ক্লাস চলছে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই ঘটে যাওয়া দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি এবং দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম দুই দিন ক্যাম্পাসে মূলত অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং কাউন্সেলিং। তবে আজ থেকে ধাপে ধাপে পুরোদমে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। আগামী তিন মাস চলবে মনোসামাজিক কাউন্সেলিং। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এখন সবার প্রধান লক্ষ্য।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্ঘটনার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন প্রয়োজন। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে শিক্ষার্থীদের ফিডব্যাক নিয়ে কাজ করছি। সর্বোপরি, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে পরবর্তী সময়ে চালু করা হবে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন থাকলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এই প্রক্রায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এদিকে, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমার মধ্যে আছে, তারা চাইলে অন্য কোনো শাখা বা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ভবনের ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাইলস্টোনে পাঠদান শুরু, নবম-দ্বাদশের ক্লাস চলছে

আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

বিপিসি ডেস্ক: বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই ঘটে যাওয়া দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি এবং দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম দুই দিন ক্যাম্পাসে মূলত অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং কাউন্সেলিং। তবে আজ থেকে ধাপে ধাপে পুরোদমে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। আগামী তিন মাস চলবে মনোসামাজিক কাউন্সেলিং। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এখন সবার প্রধান লক্ষ্য।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্ঘটনার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন প্রয়োজন। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে শিক্ষার্থীদের ফিডব্যাক নিয়ে কাজ করছি। সর্বোপরি, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে পরবর্তী সময়ে চালু করা হবে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন থাকলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এই প্রক্রায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এদিকে, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমার মধ্যে আছে, তারা চাইলে অন্য কোনো শাখা বা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ভবনের ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।