ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা–চেষ্টা মামলা: শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের প্রায় এক দশক পর আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই ইসির আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সাতক্ষীরা-৩ আসনের ডা. শহিদুল আলম ইউএই প্রেসিডেন্ট ক্ষমা করলেন ২৫ বাংলাদেশিকে, সবাই দেশে ফেরত এনসিপি’র প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ জরুরি নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা পাকিস্তানে খেলতে চায় বাংলাদেশ: বিসিবি ভারতের সংবিধান ও হিজাব: রাজনৈতিক তর্কের নতুন অধ্যায় জনগণের শক্তিতেই নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি: রুমিন ফারহানা

মার্কিন ‘আগ্রাসনের’ জবাব কূটনীতিতেই দেবে ভেনেজুয়েলা: ডেলসি রদ্রিগেজ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসনের’ জবাব তার দেশ কেবল কূটনৈতিক পথেই দেবে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে ‘গুরুতর, অপরাধমূলক, অবৈধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হামলা’ হিসেবে উল্লেখ করেন।

ডেলসি রদ্রিগেজ জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে আয়োজিত এক অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ওই বৈঠকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রক্ষার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আবারও স্পষ্ট করে বলেছি, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথেই করে যাবে।’ তার ভাষায়, সংঘাত বা সামরিক উত্তেজনা নয়, বরং সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতাই বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায়।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের আটক রেখে বিচার প্রক্রিয়া চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

মাদুরো বন্দি হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মার্কিন ‘আগ্রাসনের’ জবাব কূটনীতিতেই দেবে ভেনেজুয়েলা: ডেলসি রদ্রিগেজ

আপডেট সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসনের’ জবাব তার দেশ কেবল কূটনৈতিক পথেই দেবে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে ‘গুরুতর, অপরাধমূলক, অবৈধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হামলা’ হিসেবে উল্লেখ করেন।

ডেলসি রদ্রিগেজ জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে আয়োজিত এক অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ওই বৈঠকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রক্ষার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আবারও স্পষ্ট করে বলেছি, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথেই করে যাবে।’ তার ভাষায়, সংঘাত বা সামরিক উত্তেজনা নয়, বরং সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতাই বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায়।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের আটক রেখে বিচার প্রক্রিয়া চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

মাদুরো বন্দি হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।