জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপডেট সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে মোট ৬০,৩৫১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে মোট আসন সংখ্যা মাত্র ৪২৬টি, যার ফলে প্রতি আসনের বিপরীতে প্রায় ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার ফলাফল ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ju-admission.org থেকে জানা যাবে।
এই ফলাফলের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে পড়াশোনা শুরু করতে পারবেন।




















