বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই: উপদেষ্টা বিধান রঞ্জন
- আপডেট সময় : ০১:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিনেই দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ পাঠ্যবই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, শুধু সময়মতো বই বিতরণই নয়, এবছর পাঠ্যবইয়ের মানও আগের তুলনায় উন্নত হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, এবছর সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি বিনামূল্যের পাঠ্যবই ছাপিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক স্তরের বই ছাপা ও বিতরণের কাজ শতভাগ সম্পন্ন হলেও মাধ্যমিক স্তরের বইয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে মাঠপর্যায়ে পৌঁছেছে। বাকি বই দ্রুত সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তবে এবার অন্যান্য বছরের মতো আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব আয়োজন করা হয়নি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দেশে চলমান রাষ্ট্রীয় শোকের প্রেক্ষাপটে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা ও সরকারের দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।




















