বিপিএলে চোটে ছিটকে গেলেন অ্যাডাম রসিংটন, চট্টগ্রামের ধাক্কা নিশ্চিত
- আপডেট সময় : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডের ব্যাটার অ্যাডাম রসিংটন টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেছেন। আঙুলে চোট পাওয়ায় আর রসিংটনকে বিপিএলে দেখা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার নাফিস ইকবাল।
চট্টগ্রামের হয়ে সর্বশেষ ম্যাচে রসিংটন আঙুলে চোট পান। রাজশাহী ওয়্যারিয়র্সের পেসার বিনুরা ফার্নান্দোর লাফিয়ে ওঠা বল তার উইকেটরক্ষক-ব্যাটারের আঙুলে আঘাত হানে। মাঠে চিকিৎসা নেওয়ার পর তিনি ব্যাটিংও করেন, তবে মাত্র ১৭ রানে আউট হয়ে তার ইনিংস শেষ হয়ে যায়।
শনিবার (১০ জানুয়ারি) স্ক্যানের পরে রসিংটন সিদ্ধান্ত নেন আগামী রবিবার দেশে ফিরবেন। যদিও চোট এতটা গুরুতর নয়, তবে এর আগে একই আঙুলে দুবার ব্যথা পাওয়ায় ঝুঁকি নিতে চাননি ৩২ বছর বয়সী এই ব্যাটার।
রসিংটনের চলে যাওয়া চট্টগ্রামের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, টুর্নামেন্টের ৬ ম্যাচে তিনি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন। টানা তিনটি ফিফটিতে করেছেন ২৫৮ রান। টানা চতুর্থ ফিফটিও পেতে পারতেন, যদি সিলেট টাইটানসের বিপক্ষে ৪৯ রানে আউট না হতেন। প্রথম ম্যাচে মাত্র ১ রানে আউট হয়েছিলেন তিনি।
৬৪.৫০ গড়ে ব্যাটিং করা রসিংটন ওপেনিংয়ে নেমে চট্টগ্রাম রয়্যালসের জন্য দারুণ শুরু এনে দিতে সক্ষম ছিলেন। তার অভাব দলের স্ট্রাটেজি ও শুরুটা প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
























