পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণে অস্বাভাবিকতায় একসঙ্গে ১৬ স্যাটেলাইট হারাল ভারত
- আপডেট সময় : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মহাকাশ অভিযানে বড় ধরনের হোঁচট খেল ভারত। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ে। এর ফলে এক ধাক্কায় ১৬টি স্যাটেলাইট হারিয়েছে ভারত। এসব স্যাটেলাইটের মধ্যে ছিল ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নিশ্চিত করেছে যে রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। উৎক্ষেপণের কিছু সময় পরই এই অস্বাভাবিকতা ধরা পড়ে, যা মিশনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, ‘আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।’ তবে তিনি মিশনটি পুরোপুরি ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
পিএসএলভির ৬৪তম মিশন হিসেবে পরিচিত পিএসএলভি-সি৬২ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইসরো।
ইসরোর তথ্যমতে, চার ধাপবিশিষ্ট পিএসএলভি রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ পরিকল্পনা অনুযায়ী সফলভাবে কাজ করে। তবে তৃতীয় ধাপে প্রবেশের পর রকেটের গতিপথে অপ্রত্যাশিত বিচ্যুতি দেখা যায়। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, পিএসএলভির তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সাধারণত তা পুরো মিশনের ব্যর্থতায় পরিণত হয়।
এই মিশনটিকে পিএসএলভির ‘কামব্যাক’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে মাত্র একটি উৎক্ষেপণ করা হয়েছিল, সেটিও ব্যর্থ হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, সেই ব্যর্থতাও ঘটেছিল রকেটের তৃতীয় ধাপে—যা এবারকার সমস্যার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা।
পিএসএলভি-সি৬২ মিশনের মাধ্যমে মোট ১৬টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর লক্ষ্য ছিল। কিন্তু উৎক্ষেপণের পর সৃষ্ট এই অস্বাভাবিকতার কারণে সেগুলোর নিয়ন্ত্রণ হারানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরো বিস্তারিত তদন্ত শেষে মিশনের প্রকৃত অবস্থা ও ব্যর্থতার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে।


























